AsadTechBD

Asad

Monday, September 7, 2020

৯৫ বছরের রেকর্ড ভাঙলেন ১৭ বছরের ‘বার্সা বয়’

 উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচের শুরু থেকেই কর্তৃত্ব বজায় রাখা সার্জিও রামোসরা এই ম্যাচে জয় পায় ৪-০ গোলে। W3Schools.com তবে জয় ছাপিয়ে এখন আলোচনায় ১৭ বছর বয়সী বার্সার ঘরের ছেলে আনসু ফাতি।

Sunday, September 6, 2020

২৫-এ মোস্তাফিজ

 বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় আইপিএলে খেলা হচ্ছে না তার। এরইমাঝে এলো তার জন্মদিন। ৬ সেপ্টেম্বর ২৫-এ পা দিলেন বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান।


জন্মদিনে মোস্তাফিজ বলেন, ‘খেলা নেই। আবার জন্মদিন। অনুশীলন শুরু হয়েছে। তাই একটু ভালো লাগছে। কিন্তু আসল কাজই তো হচ্ছে না।’

আইপিএলে খেলার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেও খারাপ লাগছে না মোস্তাফিজের। তিনি বলেন, ‘দেশের হয়ে খেলার চেয়ে আইপিএল বড় না। সামনে আমাদের শ্রীলংকা সফর।’ আসন্ন শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। নির্বাচকদের পরিকল্পনায় রয়েছেন মোস্তাফিজ। তাই আইপিএলে খেলতে অনাপত্তিপত্র দেয়া হয়নি তাকে। W3Schools.com


এদিকে লম্বা বিরতির পর মোস্তাফিজকে দেখে ভালো লাগছে নির্বাচকদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মোস্তাফিজ অবশ্যই আমাদের পরিকল্পনায় রয়েছে। সে আমাদের সেরা বোলারদের একজন। আগে অনেক চাপ ছিল, অনেক খেলা ছিল, তাকে ফিট রাখার দায়িত্ব ছিল আমাদের। এজন্য চাপ কমানোর চেষ্টা করেছি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সময় লাল বল নিয়ে সে অনেক কাজ করেছে।’

তিনি বলেন, ‘শ্রীলংকায় তিনটি টেস্ট খেলতে হবে। পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে। সেই পরিকল্পনায় মোস্তাফিজকে আমাদের লাগবে। তবে ওকে আমরা সাবধানে খেলাব। তিন ম্যাচের সিরিজ হলে দুটি আবার দুই ম্যাচের সিরিজ হলে একটি ম্যাচ খেলবে।’ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই মাসের শেষ সপ্তাহে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ।